বাঁকুড়া জেলা আদালতে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি । Bankura District Court Recruitment 2024

এই মহুর্তে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এটি দারুন সুখবর। (Bankura District Court Recruitment 2024) বাংলার বাঁকুড়া জেলা আদালতে বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ শুরু হয়েছে। এই মর্মে বাঁকড়া জেলা কোর্টের তরফে গত ২২শে মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। জানা গেছে লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, প্রোসেস সার্ভার, শীল বেলিফ, ও গ্ৰুপ ডি-র বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৪শে জুন ২০২৪।

শূন্যপদের বিবরণ ও যোগ্যতা মান (Bankura District Court Recruitment)

পদের নাম ও শূন্যপদের সংখ্যা: আপার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk)- মোট শূন্যপদ ৩৯ টি, লোয়ার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk)- মোট শূন্যপদ ০৯ টি, প্রোসেস সার্ভার ( Process Server)- মোট ০৯ টি, শীল বেলিফ (Seal Bailiff)- মোট শূন্যপদ ০৩ টি, ও গ্ৰুপ ডি পোস্ট(Group-D (Peon/Night-Guard/Farash)) মোট শূন্যপদ ৩৯ টি।

মাসিক বেতন: এখানে ভিন্ন পদের বেলায় ভিন্ন বেতন স্কেল রয়েছে। এক্ষেত্রে আপার ডিভিশন ক্লার্ক পদের ক্ষেত্রে মাসিক বেতন ২৮,৯০০/- টাকা থেকে ৭৪,৫০০/- টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক ও শীল বেলিফ পদের বেলায় ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা। প্রোসেস সার্ভার পদের বেলায় ২২,০০০/- টাকা থেকে ৫৪,০০০/- টাকা। গ্ৰুপ ডি পদের বেলায় ১৭,০০০/- টাকা থেকে ৪৩,০০০/- টাকা।

শিক্ষাগত যোগ্যতা: আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে। এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট এবং কম্পিউটার পরিচালনায় একটি সন্তোষজনক গতি থাকতে হবে।

লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সীল বেলিফ পদের ক্ষেত্রে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে।

প্রসেস সার্ভার এবং গ্রুপ-ডি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত স্কুল বা স্বীকৃত মাদ্রাসা বা অন্য কোনো স্বীকৃত সমমানের প্রতিষ্ঠান থেকে ক্লাস-অষ্টম পাস হতে হবে।

বয়সসীমা: এখানে সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ১লা জানুয়ারী ২০২৪ তারিখ হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে। এছাড়াও সংরক্ষিত শ্রেণী ও প্রতিবন্ধী প্রার্থীরা সরকারি নিয়মে উছ বয়স সীমায় ছাড় পাবে।

কিভাবে আবেদন করবে?

এখানে আবেদন করতে হলে তোমাকে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। এর জন্য তোমাকে প্রথমে এই https://onlineapplication.in.net/bankura/ লিংকের মাধ্যমে অফিসিয়াল অনলাইন আবেদন হোম পেজে যাও। হোম পেজ থেকে New Application Apply হেরে অপশনে ক্লিক করো। এরপর নতুন উইন্ডোতে অনলাইন আবেদন ফর্মটি খুলে যাবে, এবারে ষ্টার মার্ক করা বাধ্যতামূলক ক্ষেত্রগুলি নির্ভুল ভাবে পূরণ করো। সমস্ত ক্ষেত্রগুলি পূরণ করা হয়ে গেলে পুনরায় একবার চেক করে নাও কথাও ভুল থাকলে সংশোধন করে জমা দাও। এবং নির্দিষ্ট করা আবেদন ফি প্রদান করো। আবেদন পূরণের শেষ তারিখ হল ২৪শে জুন ২০২৪।

চাকরি প্রার্থীদের স্বার্থে শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে এই পোস্টটি লেখা হয়েছে। এই নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য প্রার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তি পিডিএফ পড়তে হবে, যা নিচে আমরা সংযুক্ত করেছি। তাছড়াও সরাসরি অনলাইন আবেদন লিংকটিও সংযুক্ত করেছি। পোস্ট টি উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment