Samudrasathi: এই প্রকল্পে নিবন্ধিত সুবিধাভোগীরা মাসে ৫০০০ টাকা করে পাবেন।

এবার রাজ্যের মৎস্যজীবীদের জন্য নতুন প্রকল্পের (Samudrasathi Scheme) ঘোষণা করল রাজ্য সরকার, যার নাম-“সমুদ্রসাথী প্রকল্প”। এপ্রিল ও জুন মাসে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা থাকে। সেই সময়ে মৎস্যজীবীদের সংসারে টান পড়ে, তাদের এই সমস্যা দূর করতে এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা প্রদান করবে সরকার। নথিভুক্ত সমস্ত মৎস্যজীবীদের মাসিক হিসাবে ৫০০০ টাকা করে দেওয়া হবে। কারা কারা পাবেন এই সুবিধা ? কিভাবে আবেদন করবেন ? দেখে নিন এখানে।

জানা গেছে সমুদ্রসাথী স্কিমের অধীনে রাজ্যের উপকূলবর্তী তিনটি জেলা, বিশেষ করে পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে সরকার। উপরিউক্ত তিনটি জেলার নথিভুক্ত মৎস্যজীবীকে মাসিক ৫০০০ টাকা করে দুইটি সমান কিস্তিতে বার্ষিক সৰ্বোচ্চ ১০০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে।

এই প্রকল্পে কিভাবে নাম নথিভুক্ত করবেন বা আবেদন করবেন? সেই সম্পর্কে নিশ্চিত ভাবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি। তবে সম্ভবত দুয়ারে সরকারের ক্যাম্পে, অথবা এলাকার বিডিও অফিস থেকে আবেদন পূরণ করা যাবে।

এখানে বিশেষ ভাবে জানানো হয়েছে যে বছরের দুইটি মাস অর্থাৎ এপ্রিল এবং জুন মাসে সমুদ্রে যাওয়ার নিষেধাক্কা থাকে। আর এই কারনে আমাদের রাজ্যের মৎসজীবীদের জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়ে। তাদের এই চরম সংকটের সময়ে পাশে দাঁড়াতে, আর্থিক সাহায্য প্রদানের জন্য রাজ্য সরকারের এই “সমুদ্রসাথী প্রকল্প” চালু করা হল।

এই নতুন প্রকল্পটির চালু হলে প্রায় 2লক্ষেরও বেশি মৎস্যজীবী উপকৃত হতে হবেন বলে আশা করা হচ্ছে। ২০২৪ রাজ্য বাজেটে এই খাতে মোট 200 কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment