DELED কোর্সে ভর্তি শুরু ২০২৪-২৬ শিক্ষাবর্ষে | DELED Admission 2024 West Bengal

পশ্চিম বঙ্গের D.El.Ed ইনস্টিটিউট গুলিতে ২০২৪ – ২০২৬ শিক্ষাবর্ষে D.El.Ed কোর্সে ভর্তির আবেদন নেওয়া শুরু হল। West Bengal Board of Primary Education (WBBPE) কর্তৃপক্ষ ১৫ই মে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেন। এই কোর্সে ভর্তির জন্য আগ্রহী শিক্ষার্থীরা ১৬ই মে ২০২৪ তারিখ থেকে ৩১শে মে ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবে।

WB D.El.Ed কোর্সে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন থাকতে হবে ? শিক্ষার্থীর বয়স কত হতে হবে ? এবং শিক্ষাথীরা কিভাবে অনলাইনে আবেদন পূরণ করবে ? চলো এইসব বিষয়ে বিস্তারিত জানব আজকের প্রতিবেদনে। প্রতিবেদনটি শেষ অব্দি পড়ার অনুরোধ রইল।

কোর্সের বিবরণ (DELED Admission 2024)

কোর্সের নাম: D.El.Ed (শিক্ষাবর্ষ ২০২৪ – ২০২৬). D.El.Ed এর সম্পূর্ণ রূপ হল Diploma in Elementary Education, প্রাথমিক স্কুলে শিক্ষকতার জন্য কোর্সটি বাধ্যতামূলক। এই কোর্সটির সম্পূর্ণ সময়কাল হল ২ (দুই) বছর।

কোর্স মোড: রেগুলার মোড

শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে ?

D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীদের সর্বনিম্ন ৫০ শতাংশ বা তার বেশী নম্বর সহ উচ্চমাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। তবে SC/ST/OBCA/OBC-B ক্যাটাগরি শিক্ষার্থীদের বেলায় সর্বনিম্ন ৪৫ শতাংশ বা তার অধিক নম্বর সহ উচ্চমাধ্যমিক বা এর সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে। শিক্ষার্থীরা যে মেডিয়ামের ইনস্টিটিউটে ভর্তির জন্য আবেদন করতে চাই উচ্চমাধ্যমিক স্তরে সেই বিষয়ে পড়াশুনা করতে থাকতে হবে।

উদাহরণস্বরূপ, যদি একজন শিক্ষার্থী একটি বাংলা মাধ্যম ইনস্টিটিউট নির্বাচন করেন, তাহলে তাকে অবশ্যই তার উচ্চ মাধ্যমিক (১০+২) বা তার সমমানের পরীক্ষায় বাংলা (১০০ নম্বরের) পড়াশুনা করতে হবে। একইভাবে, যদি একজন শিক্ষার্থী ভর্তির জন্য একটি হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালি মাধ্যম ইনস্টিটিউট নির্বাচন করেন, তাকে অবশ্যই হিন্দি/উর্দু/নেপালি/সাঁওতালিতে (১০০ নম্বরের) পড়াশুনা করতে হবে।

বয়সসীমা: পশ্চিম বঙ্গের ইনস্টিটিউট গুলিতে D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে থাকতে হবে।

কিভাবে আবেদন করবে ?

২০২৪ – ২০২৬ শিক্ষাবর্ষে D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহী যোগ্য শিক্ষার্থদের অনলাইনে আবেদন পূরণ করতে হবে। এর জন্য একজন শিক্ষার্থীকে প্রথমে WBBPE এর অফিসিয়াল সাইট www.wbbprimaryeducation.org-এ যেতে হবে।

এরপর হোম পেজ থেকে গুরুত্বপূর্ণ লিংক মেনুতে ক্লিক করতে হবে। এরপর নতুন একটি উইন্ডোতে গুরুত্বপূর্ণ লিংকগুলি চলে আসবে। সেখান থেকে ২০২৪ – ২০২৬ শিক্ষাবর্ষে D.El.Ed কোর্সে ভর্তি হওয়ার আবেদন লিংকটি (Online Application for Admission to Two Year D.El.Ed. Course (Regular Mode) for Session 2024-2026) বেছে ক্লিক করতে হবে।

এবারে অনলাইন আবেদন ফর্মটি খুলে যাবে, আবেদন পত্রের সমস্ত ঘর গুলি নির্ভুল ভাবে পূরণ করতে হবে, এবং সমস্ত প্রয়োজনীয় নথিগুলির স্ক্যান কপি আপলোড করে সাবমিট করতে হবে অনলাইনে আবেদন পূরণ করার শেষ তারিখ হল ৩১ শে মে ২০২৪।

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি পিডিএফ পড়তে হবে যা নিচে সংযুক্ত করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থীরা এখান থেকে সরাসরি অনলাইন আবেদন উইন্ডো তে যেতে পারবে যার লিংকটিও নিচ সংযুক্ত করা হয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment