শুরু হলো জেলা ভিত্তিক ICDS হেল্পার নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। (ICDS Helper Recruitment)

রাজ্যের মহিলা চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। শুরু হলো জেলা ভিত্তিক ICDS হেল্পার নিয়োগ। এই মুহূর্তে আলিপুরদুয়ার I Alipurduar CDS এ হেল্পার পদে কর্মী নিয়োগ করা হচ্ছে । ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলা লেভেল নিয়োগ কমিটি দ্বারা জারি করা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। ফেব্রুয়ারি ২০, ২০২৪ তারিখ থেকে আলিপুরদুয়ার ICDS প্রজেক্ট-এ অঙ্গনওয়াড়ি/আইসিডিএস সহকারী (ICDS Helper) পদের জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ২০ মার্চ, ২০২৪ পর্যন্ত অনলাইন আবেদন পূরণ করতে পারবেন।

শূন্যপদের বিবরণ ও যোগ্যতামান:

আলিপুরদুয়ার ICDS হেল্পার পদে আবেদনের জন্য একজন প্রার্থীর নিম্নলিখিত যোগ্যতা গুলি থাকতে হবে।

পদের নাম : ICDS হেল্পার।

মোট শূন্যপদের সংখ্যা : ৯০টি।

শিক্ষাগত যোগ্যতা : আলিপুর দুয়ার ICDS হেল্পার পদে জন্য নূন্যতম শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক (XII -ক্লাস) পাশ। অর্থাৎ আবেদনের সময়তে একজন প্রার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে , এবং সেই সঙ্গে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট icds প্রজেক্ট এলাকার গ্রামপঞ্চায়েত এর স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়সসীমা : আলিপুর দুয়ার ICDS হেল্পার পদের জন্য বয়স হতে হবে নূন্যতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। বয়স গুনতে হবে ০১-০১-২০২৪ হিসাবে।

কিভাবে আবেদন করবে ?

আলিপুর দুয়ার ICDS হেল্পার পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন পূরণ করতে হবে। এর জন্য আপনি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে https://eapplyicdsalipurduar.in/ যান। এরপর হোমপেজে ‘Apply Online’ অপশনে ক্লিক করুন। এরপর নতুন একটি পেজ খুলে যাবে এখানে আপনি ধাপে ধাপে সাবধানে আবেদন পূরণ করুন। আবেদনের শেষ তারিখ হল ২০ মার্চ ২০২৪, বিকেল ৫:৩০ মিনিট পর্যন্ত।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment