বাড়ল বেতন ও বোনাস, কবে থেকে বর্ধিত বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা

সিভিক ভলেন্টিয়াররা মার্চ মাস থেকে বর্ধিত বেতন পেতে চলেছেন। রাজ্য সরকারের (West Bengal Government) এই বিজ্ঞপ্তির জেরে উপকৃত হবেন রাজ্যের দুই লাখেরও বেশি (Civic Volunteers) সিভিক ভলেন্টিয়ার। গত রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। সেই কথা রাখলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এছাড়াও পুজোর বোনাস বৃদ্ধির কথাও ঘোষণা করা হয়েছে। গত বছর পর্যন্ত ২০০০ টাকা করে বোনাস পেতেন সিভিক ভলান্টিয়াররা। আর এই বছর থেকে পাবেন ৫,৩০০ টাকা। অর্থাৎ একধাক্কায় ৩,৩০০ টাকা অতিরিক্ত বোনাস হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা।

২০২৪ সালের শুরুতেই সিভিকদের জন্য বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। আর এবার রাজ্য বাজেটে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তে অত্যন্ত খুশি হয়েছেন সিভিক ভলেন্টিয়াররা।এছাড়াও পুলিশের চাকরিতে ২০ শতাংশ সংরক্ষণ থাকবে সিভিক ভলান্টিয়ারদের জন্য। এর পূর্বে এটা ১০ শতাংশ ছিল। এটা হলে কর্মজীবনে আমূল পরিবর্তন আসবে সিভিক ভলান্টিয়ারদের।

এছাড়াও রাজ্যর মন্ত্রিসভার বৈঠকে সিভিকদের স্থায়ী চাকরির বিষয়েও প্রস্তাব আনা হয়েছে। সরকারি চাকরিতে সংরক্ষণ থেকে শুরু করে অবসরের পর এককালীন টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মার্চ মাস থেকে বর্ধিত বেতন কাঠামো কার্যকর করা হবে যা এপ্রিল মাস থেকে হাতে পাবেন সিভিক ভলান্টিয়াররা। তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে সিভিক মহলে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment