PSC Clerkship Practice Set | পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট – ৫

প্রিয় পাঠক আজকে তোমাদের জন্য এখানে আমরা PSC Clerkship Practice Set – 5 প্রদান করেছি । আর কিছু দিন পরেই ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এর জন্য তোমাদের দরকার চরম প্রস্তুতি। তোমাদের অনুশীলনের সুবিধার্থে এখানে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট ধারাবাহিক ভাবে প্রদান করা হচ্ছে, যা তোমাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

বিষয়বস্তু PSC Clerkship Practice Set – 5

প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর গুলো বিগত বছরের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন পত্রের ধরন অনুযায়ী তৈরী করা হয়েছে। তোমরা সবাই জান যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা মোট ১০০ নম্বরের নেওয়া হবে। অবজেক্টিভ টাইপের মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে। ইংরেজি ৩০টি প্রশ্ন, পাটি গনিত ৩০টি প্রশ্ন, এবং জেনারেল স্টাডিজ ৪০টি প্রশ্ন নিয়ে মোট ১০০টি MCQ প্রশ্ন থাকবে।

এখানে আমরা প্রতিটি বিভাগ থেকে ৫ টি করে প্রশ্ন নিয়ে একটি মডেল প্র্যাকটিস সেট তৈরি করেছি। আশা করি এটা তোমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে। আর দেরি না করে তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট – ৫ উপর একবার চোখ বুলিয়ে নাও।

PSC Clerkship মডেল প্র্যাকটিস সেট – ৫

১) সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ?

[A] গৌতমী পুত্র সাতকর্ণী

[B] সিমুক

[C] প্রথম সাতকর্ণী

[D] পুলুময়ী

২) কোনটি প্রশম অক্সাইড ?

[A] ক্যালসিয়াম অক্সাইড

[B] কার্বন-ডাই-অক্সাইড

[C] ম্যাগনেসিয়াম অক্সাইড

[D] নাইট্রিক অক্সাইড

৩) কোন ভিটামিন বন্ধ্যাত্বের জন্য দ্বায়ী ?

[A] A

[B] C

[C] D

[D] E

৪) কোনটি চিরহরিৎ বৃক্ষ ?

[A] মেহগনি

[B] শাল

[C] আম

[D] মহুয়া

৫) তরাইনের প্রথম যুদ্ধে কে জয়ী হয় ?

[A] মুহম্মদ ঘোরী

[B] পৃথ্বীরাজ চৌহান

[C] ইব্রাহিম লোদী

[D] হিমু

৬) Choose the correct spelling from the options below:

[A] Hyphanated

[B] Hyphennated

[C] Hyphannated

[D] Hyphenated

৭) Fill in the blank with appropriate preposition from the list below:

Jiya’s mother did not approve _________ her returning home so late at night.

[A] for

[B] on

[C] to

[D] of

৮) Change the following statement into an interrogative sentence:

You have had your dinner.

[A] Had you have your dinner?

[B] Have you had your dinner?

[C] What about your dinner, did you had it?

[D] Did you have your dinner?

৯) Fill in the blank with appropriate preposition given below:

Shyam was good _________ Chemistry.

[A] at

[B] with

[C] about

[D] over

১০) Replace the red color verb with the most approriate phrasal verbs.

He decided to visit him at his home.

[A] call for

[B] call on

[C] call up

[D] call off

১১) একটি সংখ্যার ৩৫% এর চেয়ে ১৯৫ বেশি হলে সংখ্যাটি কত ?

[A] ২০০

[B] ২৯০

[C] ৩০০

[D] ৩৯০

১২) ২০% লাভে একটি টেবিল ১০৮০ টাকায় বিক্রি করা হয়। যদি টেবিলটি ৮১০ টাকায় বিক্রি করা হত, তবে শতকরা কত লাভ বা ক্ষতি হত ?

[A] ১০%

[B] ১১%

[C] ১২%

[B] ১৫%

১৩)৫+৬+৭+৮+……+১৯ এর যোগফল কত ?

[A] ১২০

[B] ১৫০

[C] ১৭০

[D] ১৮০

১৪) দুটি সংখ্যার ল.সা.গু. ৪২। সংখ্যা দুটির অনুপাত ২:৩ হলে সংখ্যা দুটির সমষ্টি কত ?

[A] ২৮

[B] ৩২

[C] ৩৫

[D] ৬০

১৫) ৫ অংকের বৃহৎতম পূর্নবর্গ সংখ্যা হল

[A] ৯৯৮৫৬

[B] ৯৯২২৫

[C] ৯৯৯৫৯

[D] ৯৯৯৮২

উত্তর: প্র্যাকটিস সেট – ৫

(১) B (২) B (৩) C (৪) A (৫) B (৬) D (৭) D (৮) B (৯) A (১০) B (১১) C (১২) A (১৩) D (১৪) C (১৫) A

পূর্ববর্তী প্র্যাকটিস সেট – ৪

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment