Aadhaar Card কেন বাতিল করছে UIDAI – কী ভাবে জানবেন আপনার আধার কার্ড সচল রয়েছে কী না ?

দেশ জুড়ে ক্রমাগত আধার কার্ড (Aadhaar Card) বাতিলের আশঙ্কা বাড়ছে। কেন বাতিল করা হচ্ছে? জানা গেছে আধার ডেটাতে সঠিক তথ্য না থাকার কারণেই আধার কার্ড বাতিল করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে প্রায় ৮০ লক্ষ আধার কার্ড নিষ্ক্রিয় করল (UIDAI) ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পি পি চৌধুরী জানিয়েছেন, সঠিক তথ্য না থাকার কারণেই আধার কার্ড বাতিল করা হয়েছে।

তিনি জানিয়েছেন, আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করার ক্ষমতা রয়েছে UIDAI-এর হাতে। আধার কার্ড রেগুলেশনের ২৭, এবং ২৮ নম্বর ধারা অনুযায়ী, একই ব্যক্তির নামে যদি দু’টি পৃথক আধার কার্ড ইস্যু করা হলে বা তাতে কোনও ভুলত্রুটি থাকলে, আধার কার্ড বাতিল বা নিষ্ক্রিয় করা হয়ে থাকে। এছাড়াও বায়োমেট্রিক তথ্যে ভুল থাকলেও আধার নিষ্ক্রিয় করা হয়ে থাকে।

নিয়মানুসারে, পাঁচ বছরের কম বয়সী কোনও শিশুর নামে আধার কার্ড থাকলে, পাঁচ বছর বয়সের পরে তার বায়োমেট্রিক্স তথ্য আপডেট করতে হবে। ফের ১৫ বছর বয়স হওয়ার পর আবার ওই তথ্য পুনরায় আপডেট করতে হবে। এই তথ্য আপডেটের জন্য দু’বছরের সময়সীমা দেওয়া হয়। এই দু’বছরের মধ্যে আপডেট না হলে, আধার কার্ডটি বাতিল করা হয়ে থাকে।

ইতিমধ্যে যাদের কাছে আধার কার্ড বাতিলের চিঠি এসে পৌঁছেছে সেখানে দেখা যাচ্ছে, আধার রেগুলেশন আইন, ২০১৬-এর ২৭, ২৮ ধারার কথা উল্লেখ করে কার্ড বাতিলের কথা জানানো হয়েছে।

কী ভাবে জানবেন আপনার আধার কার্ড সচল রয়েছে কী না ?

  • প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান
  • হোমপেজে আধার সার্ভিস ট্যাবের ‘ভেরিফাই আধার নম্বর’ অপশনে ক্লিক করুন
  • একটা নতুন পেজ খুলবে
  • এখানে আধার নম্বর লিখুন এবং সিকিউরিটি কোড দিয়ে ভেরিফাই করুন।

যদি সবুজ টিক চিহ্ন আসে তাহলে জানবেন আপনার আধার কার্ডটি বৈধ এবং অ্যাক্টিভ রয়েছে। নচেৎ লাল কাটা চিহ্ন আসবে।

আধার কর্ড অ্যাক্টিভ না থাকলে কী করতে হবে ?

প্রথমে প্রয়োজনীয় নথি নিয়ে এনরোলমেন্ট সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে। সেন্টারে গিয়ে নতুন আধার আপডেট ফর্ম পূরণ করতে হবে। একই সঙ্গে আপনার বায়োমেট্রিক তথ্য নেওয়া হবে। যার জন্য ২৫ থেকে ৫০ টাকা ফি এবং মোবাইল নম্বর দিতে হবে। এনরোলমেন্ট সেন্টারের আধিকারিকেরা আপনার আগের এবং বর্তমানের বায়োমেট্রিক তথ্য যাচাই করে দেখে নেবেন এবং আপডেট করে দেবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment