এক ধাক্কায় ২০০ টাকা কমল গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম, কি বলছে কেন্দ্র সরকার? (LPG Gas Price Reduced)

দেশবাসীর জন্য আরও একটি সুখবর। সারা ভারত জুড়ে ফের এক ধাক্কায় ২০০ টাকা কমল গার্হস্থ্য (LPG Price) রান্নার গ্যাসের দাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী অনেক বড় হোলি উপহার দিলেন দেশবাসী দের । প্রায় ৩৩ কোটি উপভোক্তাদের জন্য LPG Gas Cylinder প্রতি দাম ২০০ টাকা কমাল কেন্দ্র।

এছাড়াও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধিনে আরও ৭৫ লাখ উপভোক্তাকে নতুন গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে একটি গ্যাস সংযোগ নেওয়ার জন্য ৩,৬০০ সর্বনিম্ন খরচ পড়ে, কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সংযোগ নেওয়ার জন্য গ্রাহকদের কাছে এক টাকাও নেওয়া হবে না । গ্যাস সংযোগ, সিলিন্ডার, ওভেন সব কিছু ফ্রিতে দেওয়া হবে।

এছাড়াও দেশের ৯ কোটি ৬০ লাখ উজ্জ্বলা গ্যাস উপভোক্তাদের ৪০০ টাকা মিলবে এবার। উজ্জ্বলা যোজনার গ্যাস গ্রাহকরা আগে ২০০ টাকা সাবসিডি পেত ওটা জারি থাকবে আর এদিকে সিলিন্ডার প্রতি ২০০ টাকা দাম কমানোর ফলে উজ্জ্বলা গ্যাস গ্রাহকরা মোট ৪০০ টাকা লাভ পাবেন। আর এদিকে বাকি যারা ডোমেস্টিক LPG Gas Cylinder উপভোক্তারা সিলিন্ডার প্রতি ২০০ টাকা ছাড় পাবেন, যার ফলে দেশের প্রায় ৩৩ কোটি গার্হস্থ্য LPG Gas উপভোক্তারা আর্থিক ভাবে কিছুটা উপকৃত হবেন।

দেশের প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে সবাই দারুণ খুশি। অনেকে আবার এটাকে দেশবাসীর জন্য মোদীজির হোলির উপহার বলছেন। একের পর এক চমক, দেশবাসীর ভাগ্যদোয় হয়েছে, এদিকে রাজ্য দিচ্ছে নিত্য নতুন সুবিধা আর এদিকে কেন্দ্রও কমতি হতে চাইছে না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment