WBPSC Clerkship Practice Set | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -১

এখানে WBPSC Clerkship Practice Set প্রদান করা হয়েছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে এ বছর রাজ্যে ক্লার্ক পদে কর্মি নিয়োগ করা হবে। সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন পর্ব শেষ করা হয়েছে। আর এবারে পরীক্ষার পালা। আর এর জন্য তোমাদের সঙ্গে আছে কিহক। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট ধারাবাহিক ভাবে এখানে প্রদান করা হচ্ছে, যা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে সাহায্য করবে।

বিষয়বস্তু WBPSC Clerkship Practice Set

এই প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর গুলো বিগত বছরের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন পত্রের ধরন অনুযায়ী তৈরী করা হয়েছে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। এর মধ্যে ইংরেজি ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন, পাটি গনিত ৩০ নম্বরের ৩০টি প্রশ্ন, এবং জেনারেল স্টাডিজ ৪০ নম্বরের ৪০টি প্রশ্ন থাকবে।

এখানে তিনটি বিভাগ থেকে ৫ টি করে প্রশ্ন নিয়ে মডেল প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। আশা করি এটা তোমাদের প্রস্তুতির জন্য সঠিক ধারণা পেতে সহায়ক হবে। আর দেরি না করে তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -১ উপর একবার চোখ বুলিয়ে নাও।

WBPSC Clerkship মডেল প্র্যাকটিস সেট – ১

১) কোন্ শিলার পরিবর্তিত রূপ হল অ্যাম্ফিবোলাইট ?

[A] আগ্নেয়

[B] ব্যাসল্ট

[C] গ্ৰানাইট

[D] পাললিক

২) সাদা ফসফরাসে কোন্ অণু থাকে ?

[A] p2

[B] p4

[C] p5

[D] p3

৩) যানবাহনে কোন্ দর্পন ব্যবহৃত হয় ?

[A] উত্তল দর্পন

[B] অবতল দর্পণ

[C] সমতল দর্পন

[D] কোনোটিই নয়

৪) ডি হাইড্রোজেনেশন কী ?

[A] জারক

[B] অণুঘটক

[C] উৎসেচক

[D] স্নায়ুকলা

৫) রামধনু দেখা যায় কোন্ কারণে ?

[A] আলোকের অপবর্তন

[B] আলোকের প্রতিফলন

[C] আলোকের প্রতিসরণ

[D] কোনোটিই নয়

৬) Fill in the blank with an appropriate preposition from the list below:

He was successful _______ completing the job within four days.

[A] on

[B] with

[C] in

[D] of

৭) Find the word which has the same meaning as ‘Commence’.

[A] Being

[B] Commend

[C] Announce

[D] Comment

৮) Complete the idiom by choosing the right word from the options given below:

When Jiniya could not solve the problem she decided to give ______ .

[A] off

[B] up

[C] out

[D] back

৯) Replace the missing word with the right word from the options given below:

The man was so __________ that the belived that God Himslef had drunk the milk offered.

[A] creditable

[B] credible

[C] credulous

[D] incredible

১০) Choose the correct form the verb from the options given below:

He rushed to the hospital after he _________ the news.

[A] has heard

[B] has been heard

[C] has been hearing

[D] had heard

১১) দুটি সংখ্যার লসাগু ৩১৫ এবং তাদের ৫:৭। তাদের গুণফল কত ?

[A] ২৩৫৮

[B] ২৫৩৮

[C] ২৮৩৫

[D] ২৮৫৩

১২) যদি A:B = ২:৩, B:C = ৪:৫, C:D = ৩:৭ হয় তবে A:B:C:D- এর অনুপাত কত ?

[A] ৮:১২:১৫:৩৫

[B] ৮:১৫:১২:৩৫

[C] ১২:৮:১৫:৩৫

[D] ১২:৮:৩৫:১৫

১৩) পর পর ৩টি যুগ্ম সংখ্যার যোগফল ৫৪ হলে, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত ?

[A] ১৮

[B] ১৫

[C] ২০

[D] ১৬

১৪) একটি চৌবাচ্চার দুটি নল দিয়ে যথাক্রমে ৯ ঘণ্টায় এবং ১২ ঘণ্টায় চৌবাচ্চাটি পূর্ণ হয়। নল দুটি একসাথে খুলে দিলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে ?

[A] ৫ ঘণ্টায়

[B] ৫ /ঘণ্টায়

[C] ৫ / ঘণ্টায়

[D] ৫ / ঘণ্টায়

১৫) একটি নৌকা ৩ ঘন্টায় স্রোতের প্রতিকূলে ৯ km অথবা স্রোতের অনুকূলে ১৮ km যেতে পারে। স্থির জলে নৌকার বেগ কত ?

[A] ৪ কিমি/ প্রতি ঘণ্টায়

[B] ৪.৫ কিমি/ প্রতি ঘণ্টায়

[C] ৩ কিমি/ প্রতি ঘণ্টায়

[D] ৩.৫ কিমি/ প্রতি ঘণ্টায়

উত্তর: প্র্যাকটিস সেট -১

(১) B (২) B (৩) A (৪) B (৫) C (৬) C (৭) C (৮) B (৯) D (১০) D (১১) C (১২) (১৩) D (১৪) B (১৫) B

সমস্ত প্র্যাকটিস সেট

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment