WBPSC Clerkship Practice Set | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট – ২

চাকরি প্রার্থীদের সুবিধার্তে এখানে আমরা WBPSC Clerkship Practice Set – ২ প্রদান করেছি । আর বেশ কিছু দিন পরেই পরীক্ষার পালা। তোমাদের প্রস্তুতির সঙ্গে আছে Kyhok। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট ধারাবাহিক ভাবে এখানে প্রদান করা হচ্ছে, যা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে সাহায্য করবে।

বিষয়বস্তু WBPSC Clerkship Practice Set

এই প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর গুলো বিগত বছরের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন পত্রের ধরন অনুযায়ী তৈরী করা হয়েছে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর। এর মধ্যে ইংরেজি ৩০টি প্রশ্ন, পাটি গনিত ৩০টি প্রশ্ন, এবং জেনারেল স্টাডিজ ৪০টি প্রশ্ন থাকবে।

এখানে তিনটি বিভাগ থেকে ৫ টি করে প্রশ্ন নিয়ে মডেল প্র্যাকটিস সেট তৈরি করা হয়েছে। আশা করি এটা তোমাদের প্রস্তুতির জন্য সঠিক ধারণা পেতে সহায়ক হবে। আর দেরি না করে তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট -২ উপর একবার চোখ বুলিয়ে নাও।

WBPSC Clerkship মডেল প্র্যাকটিস সেট – ২

১) গোবর গ্যাসে কী গ্যাস থাকে ?

[A] ইথেন

[B] মিথেন

[C] ইথিলিন

[D] কার্বন মনোক্সাইড

২) শিক্ষণ সংক্রান্ত বিজ্ঞান কে কী বলা হয় ?

[A] অ্যানাটমোলজি

[B] ফ্রেনোলজি

[C] পেডাগগি

[D] ফিলাটেলি

৩) চন্দ্র গ্ৰহন কখন হয় ?

[A] সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী আসলে

[B] সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ আসলে

[C] চাঁদ ও পৃথিবীর মাঝে সূর্য আসলে

[D] কোনোটিই নয়

৪) কঠিন পদার্থ কোন পদ্ধতিতে সরাসরি গ্যাসীয় পদার্থে পরিণত হয় ?

[A] সাবলাইমেশন

[B] ইভপোরেশন

[C] সেডিমেনটশন

[D] ফিলট্রেশন

৫) স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন ?

[A] ডঃ রাজেন্দ্র প্রসাদ

[B] সি রাজা গোপালাচারী

[C] ডঃ বি. আর. আম্বেদকর

[D] ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন

৬) Choose from the list below the most appropriate word to fill in the blank:

A _______ is a person who gets things secretly and illegally into or out of country.

[A] importer

[B] criminal

[C] exporter

[D] smugglar

৭) Fill outbthe appropriate word, that be fits the red highlight part of the sentence:

The handkarchief was truned into a bird by the magician.

[A] transformed

[B] put

[C] stuffed

[D] puffed

৮) He was too preoccupied ________ his studies to think of other matters.

[A] with

[B] at

[C] in

[D] on

৯) Change form Active to Pasive Voice, choosing from the options below:

The boys are flying kites in the sky.

[A] Kites are flying in the sky by the boys.

[B] In the sky, kites are flown by the boys.

[C] Kites are being flown by the boys in the sky.

[D] The flying of kites in the sky is done by the boys.

১০) Fill in the blank with appropriate preposition listed below:

Neither Jiniya nor Taniya _________ present in class on 10th July.

[A] have been

[B] were

[C] are

[D] was

১১) ১৫০ গ্রাম চিনির দ্রবণে ২০% চিনি আছে। আর কত পরিমাণ চিনি মেশালে চিনির পরিমাণ মোট মিশ্রনের ২৫% হবে ?

[A] ১০ গ্রাম

[B] ৩৫ গ্রাম

[C] ৪০ গ্রাম

[D] ৪৫ গ্রাম

১২) এক ব্যাক্তি ৪০ কিমি/ঘন্টা বেগে A থেকে B পর্যন্ত গিয়ে তার গতিবেগ ৫০% বৃদ্ধি করে ফিরে আসে। সমগ্র যাত্রাপথে ব্যাক্তির গড় গতিবেগ কত ?

[A] ৩৬ কিমি/ঘন্টা

[B] ৪৫ কিমি/ঘন্টা

[C] ৪৮ কিমি/ঘন্টা

[D] ৫০ কিমি/ঘন্টা

১৩) ক্ষুদ্রতম কোন্ সংখ্যাকে ৫৭, ৭৬ এবং ১৯০ দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে ?

[A] ১১৪০

[B] ১১৪১

[C] ১১৫০

[D] ১১৫১

১৪) বার্ষিক ৫% সরল সুদে ৫০০ টাকার ৬ বছরের সুদ কত ?

[A] ১২০ টাকা

[B] ১৪০ টাকা

[C] ১৫০ টাকা

[D] ২৫০ টাকা

১৫) ১০% এবং ৩০% ক্রমিক ছাড়-এর সমতুল্য ছাড় কত শতাংশ হবে ?

[A] ৩৩%

[B] ৩৭%

[C] ৪০%

[D] ৪৭%

উত্তর: প্র্যাকটিস সেট – ২

(১) B (২) C (৩) A (৪) A (৫) B (৬) D (৭) A (৮) A (৯) C (১০) D (১১) A (১২) C (১৩) B (১৪) C (১৫) B

পূর্ববর্তী অনুশীলন সেটপ্র্যাকটিস সেট – ১
WhatsApp GroupJoin Now
Telegram GroupJoin Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment