WBPSC Clerkship Practice Set | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট – ৩

আসন্ন PSC Clerkship পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের সুবিধার্তে এখানে আমরা WBPSC Clerkship Practice Set – 3 প্রদান করেছি । সম্ভবত বেশ কিছুদিন পরই পরীক্ষা নেওয়া হবে। অনুশীলন করার জন্য এখানে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট ধারাবাহিক ভাবে প্রদান করা হচ্ছে, যা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে সাহায্য করবে।

বিষয়বস্তু WBPSC Clerkship Practice Set

এই প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর গুলো বিগত বছরের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন পত্রের ধরন অনুযায়ী তৈরী করা হয়েছে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে। যেমন ইংরেজি ৩০টি প্রশ্ন, পাটি গনিত ৩০টি প্রশ্ন, এবং জেনারেল স্টাডিজ ৪০টি প্রশ্ন থাকবে।

এখানে আমরা তিনটি বিভাগ থেকে ৫ টি করে প্রশ্ন নিয়ে একটি মডেল প্র্যাকটিস সেট তৈরি করেছি। আশা করি এটা তোমাদের প্রস্তুতির জন্য সঠিক ধারণা পেতে সহায়ক হবে। আর দেরি না করে তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট – ৩ উপর একবার চোখ বুলিয়ে নাও।

PSC Clerkship মডেল প্র্যাকটিস সেট – ৩

১) পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?

[A] ১৭৫৭

[B] ১৭৫৮

[C] ১৮৫৭

[D] ১৮৫৮

২) নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটি স্বাধীন রাষ্ট্র নয় ?

[A] অস্ট্রেলিয়া

[B] স্কটল্যান্ড

[C] বেলজিয়াম

[D] স্পেন

৩) গৌতম বুদ্ধের জন্ম স্থল কোথায় ?

[A] কপিলাবস্তু

[B] সারনাথ

[C] বুদ্ধগয়া

[D] লুম্বিনী

৪) ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি ?

[A] সত্যজিৎ রায়

[B] সুকুমার রায়

[C] প্রেমেন্দ্র মিত্র

[D] শীর্ষেন্দু মুখোপাধ্যায়

৫) হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কবে ?

[A] ১৮০৫

[B] ১৮১৭

[C] ১৮৩৫

[D] ১৮৫৭

৬) Fill in the blank with an appropriate preposition listed below:

The tired hawker sat _________ tree.

[A] up

[B] in

[C] from

[D] under

৭) Replace the missing word with the right word from the options below:

All _______ Rajesh were present during the meeting.

[A] except

[B] expect

[C] exceed

[D] eccept

৮) Choose the correct spelling from the options below:

[A] Exaggerate

[B] Exagarate

[C] Exaggarate

[D] Exagerate

৯) Find from below the word that means ‘Essential’

[A] Unimportant

[B] Irrelevent

[C] Essence

[D] Vital

১০) Complete the idiom by choosing the right word from the options given below:

[A] ice

[B] water

[C] blood

[D] milk

১১) বার্ষিক ১০% চক্রবৃদ্ধি হার সুদে ১০,০০০ টাকার তিন বছরের সুদ-আসল কত হবে ?

[A] ১২,৩৪০ টাকা

[B] ১৩,২১০ টাকা

[C] ১৩,৩২০ টাকা

[D] ১৩,৩১০ টাকা

১২) যদি A এর ৫০%= B-এর ২৫% হয়, তবে A = B-এর x% হলে, x = কত ?

[A] ০.৫

[B] ২

[C] ৫০

[D] ০.০০৫

১৩) দুটি সংখ্যার অনুপাত ৭:৫ এবং তাদের পার্থক্য ১০৫ হলে, সংখ্যা দুটির সমষ্টি কত ?

[A] ৬৩০

[B] ৮০৫০

[C] ১১৯০

[D] ১৬১০

১৪) এক ফল বিক্রেতা ১০ টাকায় ১১টি লেবু কিনে ১১ টাকায় ১০টি লেবু বিক্রয় করলেন। তার কত লাভ বা ক্ষতি হল ?

[A] ২০% লাভ

[B] ২০% ক্ষতি

[C] ২১% লাভ

[D] ২১% ক্ষতি

১৫) A, B ও C-এর বয়সের অনুপাত ৫:৮:৯; যদি A ও C-এর বয়সের সমষ্টি ৫৬ বছর হয়, তবে B-এর বয়স কত ?

[A] ২০ বছর

[B] ৩২ বছর

[C] ৩৬ বছর

[D] ৪০ বছর

উত্তর: প্র্যাকটিস সেট – ৩

(১) A (২) B (৩) D (৪) C (৫) B (৬) D (৭) A (৮) A (৯) D (১০) C (১১) D (১২) C (১৩) A (১৪) A (১৫) B

পূর্ববর্তী প্র্যাকটিস সেট – ২

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment