লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের, এবার থেকে দ্বিগুণ ভাতা পাবেন রাজ্যের মহিলারা

লোকসভা ভোটের আগে এবার রাজ্য বাজেটে লক্ষীর ভান্ডার (Lakshmir Bhandar) নিয়ে বড় ঘোষণা মমতা সরকারের। বাংলার মা-বোনেদের হাত আরও শক্ত করার জন্য লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দা দ্বিগুন করা হল। আর ৫০০ টাকা করে নয়, এবার থেকে ১০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বাংলার (West Bengal) মহিলারা।

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই লক্ষী ভান্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেন। তিনি ঘোষণা করেন লক্ষ্মীর ভাণ্ডারে সাধারণ শ্রেণির মহিলাদের লক্ষ্মীর ভান্ডার ভাতা ৫০০ টাকা থেকে বৃদ্ধি করে ১,০০০ টাকা করা হল। আর তপশিলি জাতি ও তপশিলি উপজাতি মহিলাদের ১,০০০ টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার ভাতা বৃদ্ধি করে ১,২০০ টাকা করা হল।

অর্থমন্ত্রী জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষীর ভান্ডার ভাতা বাড়িয়েছে, বর্ধিত ভাতা আগামী ২০২৪ এপ্রিল মাস থেকে কার্যকর হবে।এর ফলে রাজ্যের ২ কোটিরও বেশী মহিলা উপকৃত হবেন।

২০২১ সালে রাজ্যের মুখমন্ত্রী মমতা ব্যানার্জী এই প্রকল্প চালু করেছিলেন। ধীরে ধীরে এর উপভোক্তার সংখ্যা ক্রমশই বেড়ে চলেছে। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের এই বর্ধিত অনুদান এপ্রিল মাস থেকে কার্যকরী হবে, যা মে মাস থেকে হাতে পাবেন রাজ্যের মহিলা সুবিধাভোগীরা। এর জন্য এবারের বাজেটে অতিরিক্ত ১,২০০ কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment