PSC Clerkship Practice Set | পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট – ৪

PSC Clerkship পরীক্ষার জন্য চাকরি প্রার্থীদের সুবিধার্তে এখানে আমরা PSC Practice Set – 4 প্রদান করেছি । সম্ভবত বেশ কিছুদিন পরই পরীক্ষার তারিখ ঘোষনা করা হবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে এখানে পিএসসি ক্লার্কশিপ পরিক্ষার প্র্যাকটিস সেট ধারাবাহিক ভাবে প্রদান করা হচ্ছে, যা তোমাদের প্রস্তুতিকে আরও উন্নত করতে সাহায্য করবে।

বিষয়বস্তু PSC Clerkship Practice Set – 4

এই প্র্যাকটিস সেটের প্রশ্ন উত্তর গুলো বিগত বছরের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্ন পত্রের ধরন অনুযায়ী তৈরী করা হয়েছে। এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের মোট ১০০ টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের মান ১ নম্বর থাকবে। যেমন- ইংরেজি ৩০টি প্রশ্ন, পাটি গনিত ৩০টি প্রশ্ন, এবং জেনারেল স্টাডিজ ৪০টি প্রশ্ন থাকবে।

আমরা প্রতিটি বিভাগ থেকে ৫ টি করে প্রশ্ন নিয়ে একটি মডেল প্র্যাকটিস সেট তৈরি করেছি। আশা করি এটা তোমাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে। আর দেরি না করে তাড়াতাড়ি পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট – ৪ উপর একবার চোখ বুলিয়ে নাও।

PSC Clerkship মডেল প্র্যাকটিস সেট – ৪

১) হিমশৈল কী ?

[A] ভাসমান বরফের স্তূপ

[B] পর্বতশৃঙ্গ

[C] পর্বত উপত্যকা

[D] তুষারপাত

২) পশ্চিমবঙ্গকে নেপাল থেকে আলাদা করেছে কোন শৈলশিরা ?

[A] লাভা

[B] লোলেগাঁও

[C] কাঞ্চনজঙ্ঘা

[D] সিঙ্গালিলা

৩) কোন মুঘল সম্রাট জিজিয়া কর তুলে নেন ?

[A] বাবর

[B] জাহাঙ্গীর

[C] আকবর

[D] শাহজাহান

৪) আরশোলার কত জোড়া ডানা আছে ?

[A] এক

[B] দুই

[C] তিন

[D] পাঁচ

৫) নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি Union Territory নয় ?

[A] চন্ডীগড়

[B] পুডুচেরী

[C] আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ

[D] ত্রিপুরা

৬) Change from Passive to Active Voice, choosing from the options below:

The crazy girl was laughed at.

[A] They laughed at the crazy girl.

[B] At the crazy girl they laughed

[C] They were laughed at by the crazy girl.

[D] The crazy girl laughed at them.

৭) Find from blow the word that means a plant that grows in hot-dry regions covered inspines but without leaves:

[A] Creeper

[B] Cactus

[C] Eucalyptus

[D] Sugarcane

৮) Find out from the wors the oppsite of ‘Attack’.

[A] fight

[B] return

[C] defend

[D] pounce

৯) Find from below the word that means ‘Enormous’.

[A] Famous

[B] Normal

[C] Incongruous

[D] Huge

১০) Fill in the blank with an appropriate preposition from the list below:

Gita and Sita quarrelled ______ themselves.

[A] among

[B] between

[C] with

[D] for

১১) একটি সংখ্যাকে ১৭৫ দ্বারা ভাগ করলে ১৩২ ভাগশেষ থাকে। সংখ্যাটিকে ২৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে ?

[A] ৬

[B] ৭

[C] ৮

[D] ৯

১২) যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে ৩ বছরে সুদে-আসলে ২৭ গুন্ হয়, তবে বার্ষিক সুদের হার কত ?

[A] ১০০%

[B] ১৫০%

[C] ৭৫%

[D] ২০০%

১৩) ⎷০.০২ + ⎷০.০০৪৯=?

[A] ০.০৩

[B] ০.৪২

[C] ০.০০৩

[D] ০.৩

১৪) কোনো জিনিসের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ১০:১১ হলে, শতকরা লাভ কত ?

[A] ৫%

[B] ১০%

[C] ১৫%

[D] ২০%

১৫) কোনো মূলধন ৩ বছরে সুদে-মুলে ৫৬০ টাকা এবং ৫ বছরে সুদে-মুলে ৬০০ টাকা হয়, এক্ষেত্রে বার্ষিক সুদের হার কত ?

[A] ২%

[B] ৪%

[C] ৬%

[D] ৮%

উত্তর: প্র্যাকটিস সেট – ৪

(১) A (২) D (৩) C (৪) B (৫) D (৬) A (৭) B (৮) C (৯) D (১০) B (১১) B (১২) D (১৩) D (১৪) B (১৫) B

পূর্ববর্তী প্র্যাকটিস সেট – ৩

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment